<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি গতকাল মঙ্গলবার একই দিনে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বুধবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরে আরো শক্তি সঞ্চয় করে এটি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকালের মধ্যে উপকূল অতিক্রম করতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঘূর্ণিঝড় হলে এর নাম হবে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডানা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">। এটি মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দেওয়া নাম। আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি। তবে এর প্রভাবে আজ থেকে দেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সকালে সতর্কসংকেত বাড়তে পারে বলে জানিয়েছে অধিদপ্তর সূত্র।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, গভীর নিম্নচাপটি আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরে এটি আরো শক্তি অর্জন করে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল নাগাদ এটি উপকূল অতিক্রম করতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সম্পর্কে ভারতের আবহাওয়াবিষয়ক সরকারি সংস্থা আইএমডি গতকাল জানিয়েছে, আজই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও আগামীকাল সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের এসে তীব্র বা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৃষ্টি বাড়তে পারে আজ থেকে : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্ভাব্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশে বরিশাল, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ দুপুরের পর থেকেই বৃষ্টি ধীরে ধীরে বাড়তে পারে। আগামীকাল থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি ও মাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রে বাতাসের গতিবেগ ৫০ কিলোমিটার : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গভীর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিম্নচাপটির অবস্থান জানিয়ে গতকাল সন্ধ্যা ৭টায় আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।</span></span></span></span></p>