<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ দেশের লড়াকু মানুষের মুখাবয়ব চিত্রিত করেছেন কবি শামসুর রাহমান। তাঁর কবিতায় রয়েছে রক্তরাঙা বর্তমান ও অনন্ত আগামী। তিনি নতুন বাংলার জন্য স্মৃতির জন্ম দিয়েছেন। তাঁর নাগরিক বোধ চূড়ান্ত বাংলাদেশ-চিন্তার দিকে নিয়ে গেছে পাঠককে। কবিতায় বাংলাদেশের যে ছবি তিনি এঁকেছেন তা জনগোষ্ঠীর জ্যান্ত ইতিহাসকে নিয়ে বর্তমানে প্রবেশ করে এবং ভবিষ্যৎ নির্মাণে প্রণোদনা দেয়। তিনি সব সময় চিরকালীনতা ধারণ করে বিস্ময়করভাবে সমসাময়িক ছিলেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবি শামসুর রাহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলা একাডেমির আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের স্মৃতি নির্মাণের কবি : শামসুর রাহমান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি মৃদুল মাহবুব। আলোচনায় অংশ নেন কবি মজিদ মাহমুদ, কবি চঞ্চল আশরাফ এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সঞ্চালনা করেন বাংলা একাডেমির উপপরিচালক সায়েরা হাবীব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবি মৃদুল মাহবুব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কবি শামসুর রাহমান নতুন দেশ নির্মাণের উপাদান তৈরির যে শক্তি দেখিয়েছেন তা বাংলা ভাষায় বিরল ঘটনা। তিনি নতুন বাংলার জন্য স্মৃতির জন্ম দিয়েছেন। তাঁর কবিতায় এমন এক নাগরিক বোধ আমরা খুঁজে পেলাম, যা নিয়ে গেছে চূড়ান্ত বাংলাদেশ-চিন্তার দিকে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শামসুর রাহমান তাঁর আমৃত্যু কবিতা চর্চায় সামষ্টিক স্মৃতি তৈরি করে গেছেন। এই স্মৃতিতে আমাদের ইতিহাসের দীর্ঘ পরম্পরা যেমন আছে, তেমনি আছে কবির রক্তরাঙা বর্তমান এবং অনন্ত আগামী। ঢাকাকে কেন্দ্র করে বাংলাদেশের লড়াকু মানুষের মুখাবয়ব চিত্রিত করার ক্ষেত্রে তাঁর কাব্যিক লড়াই এককথায় অতুলনীয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p> </p>