<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় দিনে-দুপুরে মাইক্রোবাসে গিয়ে গুলি করে ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশ ও হাটহাজারী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুজন হলেন মোহাম্মদ হেলাল (৩৫) ও মো. ইলিয়াস হোসেন অপু (২৭)। গত ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁওয়ের অদূরপাড়া এলাকায় কয়েকজন সন্ত্রাসী কালো রঙের নোহা গাড়িতে এসে তাহসিনকে গুলি করে চলে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর বাবা চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার কাজী মো. তারেক আজিজ বলেন, এ ঘটনায় জড়িত মো. হেলালকে শুক্রবার রাউজান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন নগরীর পাঁচলাইশের হাদুমাঝিপাড়া এলাকা থেকে অভিযুক্ত ইলিয়াছ হোসেন অপুকেও গ্রেপ্তার করা হয়।</span></span></span></span></span></p>