<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় বিভিন্ন সিদ্ধান্ত, কার্যক্রম এবং ঘোষণা নিয়ে গুজব বা ভুয়া খবরের মাধ্যমে ষড়যন্ত্রের বিষয়ে সাবধান থাকার আহবান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহবান জানানো হয়। দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত দলীয় বা অঙ্গসংগঠনের ব্যানারে কোনো অনুষ্ঠান বা আয়োজনে অংশগ্রহণ না করতেও সেখানে অনুরোধ করা হয়। আওয়ামী লীগের বিরুদ্ধে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলমান ষড়যন্ত্র</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রুখে দিতে দলীয় নেতাকর্মীদের অনলাইনে আরো সক্রিয় হয়ে দলের বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং নিপীড়নের বিষয়ে সোচ্চার থাকার আহবান জানানো হয়েছে। আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে লেখা হয়, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। অফিশিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত, কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>