<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে ইন্টারনেটভিত্তিক সেবা ও উদ্যোগের প্রসারে ব্রডব্যান্ডের মতো মোবাইল ইন্টারনেটেরও সরকারিভাবে দাম নির্ধারণের প্রস্তাব জানিয়েছেন স্টার্টআপ কম্পানিগুলোর কর্তাব্যক্তিরা। তাঁরা বলেছেন, সব মোবাইল অপারেটরের উচিত ১০ টাকায় এক মাসের জন্য দুই জিবি ডাটা অফার করা। এ জন্য অপ্রয়োজনীয় বিভিন্ন লেয়ার তুলে নেওয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার জন্য বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। বিকাশমান টেলিযোগাযোগের শক্তিতে বাংলাদেশের ডিজিটাল সেবার সম্প্রসারণ নিয়ে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিউনিকেশন (বিটিআরসি)।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিটিআরসির চেয়ারম্যান এমদাদ উল বারীর সভাপতিত্ব গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার মো. খলিল উর রহমানের সঞ্চালনায় নিয়ন্ত্রক সংস্থার কমিশনার ও পরিচালকরা ছাড়াও মোবাইল অপারেটর ও ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গোলটেবিল আলোচনায় দেশের বিকাশমান ডিজিটাল সেবা উদ্যোগ, বিডিজবস, চালডাল, টেন মিনিটস স্কুল, পাঠাও, শেয়ার ট্রিপ, শপআপ, প্রাভা হেলথ, সহজ, শিখো, ই-কুরিয়ার, পিকাবো, সেবা এক্সওয়াইজেডের প্রতিষ্ঠাতারা উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধে চালডালের প্রতিষ্ঠাতা সিইও ওয়াসিম আলিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০৪০ সালের মধ্যে দেশে দুই ট্রিলিয়ন ডলারের জিডিপির আকার হাতে পারে। এ জন্য অবকাঠামো উন্নয়নে কাজ হলেও এ ক্ষেত্রে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মূল্য ও সময়ে আমরা পিছিয়ে। কিন্তু জনশক্তিতে আমরা এগিয়ে আছি। ইন্দোনেশিয়া ও ভারতের চেয়ে বাংলাদেশের ই-কমার্স বাজারে পিছিয়ে আছি। ভারত বাংলাদেশের চেয়ে প্রায় সাত গুণ বড়। এই অবস্থার উন্নয়নে ডাটা বা ইন্টারনেট ব্যবহারের বিকল্প নেই। ডাটার ব্যবহার অবকাঠামো খরচ বাঁচায়। শিক্ষা অর্জনকে সহজতর করে কর্মহীনদের কর্মক্ষম করে তোলে। তাই ডাটার ওপর কোনো বাধা থাকা উচিত নয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>