<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিছুদিন ধরেই দেশে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, যা বছরের এই সময়ের জন্য স্বাভাবিক। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কিছুদিনও আবহাওয়া কমবেশি একই রকম থাকতে পারে। কিছু অঞ্চলে কখনো হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত।  এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল সোমবার রাতে কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী কিছুদিন আবহাওয়া কমবেশি একই রকম থাকতে পারে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত আমরা তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছি না। আগামী বুধ ও বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনোয়ার হোসেন বলেন, জলবায়ু চিন্তা করলে নভেম্বরের মাঝামাঝি সময়ের দিকে তাপমাত্রা কমে দেশের কোনো কোনো অঞ্চলে শীত অনুভূত হওয়া শুরু হতে পারে। প্রসঙ্গত, অক্টোবর ও নভেম্বরকে দেশে বর্ষা-পরবর্তী মৌসুম এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তিন মাসকে শীত মৌসুম হিসেবে বিবেচনা করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।</span></span></span></span></p>