<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ী থানা পুলিশ ছিনতাই হওয়া ২৪ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৪০০ বস্তা চিনি ভর্তি ট্রাক উদ্ধার ও জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তারকৃতরা হলেন শামীম রেজা (৩৪), নাজিম খান (৩৮), আলমগীর হোসেন (৩৩), ট্রাক ড্রাইভার আবুল বাশার (৩০) ও মো. বাবু মিয়া (২৫)। যশোর কোতোয়ালি মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২৩৩ বস্তা লুণ্ঠিত চিনি উদ্ধার, চিনি বিক্রির দুই লাখ টাকা এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ২৩৩ বস্তা লুণ্ঠিত চিনি উদ্ধার, লুণ্ঠিত চিনি বিক্রির দুই লাখ টাকা এবং চিনি পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।</span></span></span></span></span></p>