<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ভারতের মুদ্রার অবমূল্যায়ন ঘটছেই। গত সোমবার ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এতে বলা হয়, এদিন প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ৮৪.০৮৫০ রুপি। ভারতের ইতিহাসে যা সর্বনিম্ন। এর আগে কখনো ডলারের বিপরীতে রুপির এত কম দর দেখেননি ভারতীয়রা। গত সপ্তাহে ডলারপ্রতি দর ছিল ৮৪.০৮২৫ রুপি। সে সময় সেটিই ছিল সর্বকালের সর্বনিম্ন। এবার সেটিকেই ছাড়িয়ে গেল।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। গত জুলাইয়ের শেষদিকের পর যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত এই কারণেই ভারতীয় রুপির পতন ঘটেছে। আলোচিত দিনে ডলার সূচক ১০৪.৫০ ছাড়িয়ে গেছে। ফলে বেশির ভাগ এশীয় মুদ্রার মানও কমে গেছে। সেই তালিকায় রয়েছে ভারতীয় রুপি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ধারণা করা হচ্ছে, মার্কিন অর্থনীতি শক্তিশালী রয়েছে। এ ছাড়া আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিততে পারে ডোনাল্ড ট্রাম্প। ফলে ইউএস ডলার এবং বন্ড ইল্ড ঊর্ধ্বগামী হয়েছে। এশিয়ার বিভিন্ন মুদ্রার অবনমনের অন্যতম কারণও এটি।</span></span></span></span></span></p>