<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে সাহিত্য ভাবনায় জুলাই বিপ্লব ও দ্রোহের কবিতা পাঠ নামে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী কলেজ মিলনায়তনে পরিচয় সংস্কৃতি সংসদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের বক্তব্যে জুলাই-আগস্ট বিপ্লবের স্মৃতিকথা উঠে আসে। এ সময় অনেকে শহীদ ও আহতদের কথা স্মরণ করে আবেগাপ্লুুত হয়ে যান। এ মঞ্চে উপস্থিত ছিলেন ৫ আগস্ট রাজশাহীতে শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন ও আরেক শহীদ সাকিব আনজুমের বাবা মাইনুল হক। অনুষ্ঠান উদ্বোধন করেন শহীদ আলী রায়হানের বাবা মোসলেম উদ্দিন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ড. ইব্রাহিম আলী, কথাশিল্পী ড. নাজিব ওয়াদুদ, অধ্যাপক ড. শিখা সরকার ও কবি সায়ীদ আবুবকর।</span></span></span></span></p> <p> </p>