<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সাময়িক বরখাস্ত করায় এবং শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের ক্লাস ও পরীক্ষা শুরু হবে। এর মধ্য দিয়ে গত কয়েক দিনের অবলাবস্থার অবসান হতে যাচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের সঙ্গে আলোচনা শেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের পক্ষে সোহেল আহমেদ অয়ন আন্দোলন স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের দাবি ছিল প্রক্টরের পদত্যাগ। সেটা তদন্ত সাপেক্ষ হবে এবং তদন্ত চলাকালে তিনি দায়িত্বে থাকবেন না, এটা আমরা মেনে নিয়েছি। আমাদের বিভিন্ন শিক্ষার্থীর ছবি বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। এসব শিক্ষার্থীকে যাতে হেনস্তা করা না হয়, সেটা ভিসি স্যার নিশ্চিত করেছেন। যদি করা হয়, সেসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আন্দোলন স্থগিত করছেন কি না জানাতে চাইলে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ মুহূর্তে আমরা আন্দোলন তুলে নিয়েছি। তিনি (উপাচার্য) মৌখিক বিবৃতি দিয়েছেন। কাল সেটি লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেবেন। সেটি হলে আমরা পরশু (বৃহস্পতিবার) থেকে ক্লাস শুরু করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলিমুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা আন্দোলন স্থগিত করেছেন। বৃহস্পতিবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা শুরু হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p>