<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বাড্ডায় জামিল শেখ ও তাঁর মেয়ে নুসরাত জাহান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি শাহিন মল্লিককে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল। গত সোমবার রাজধানীর ধানমণ্ডি লেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শাহিনের বাড়ি খুলনার দাকোপ উপজেলার সুতারখালি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। পুলিশ জানায়, ২০১৭ সালের ২ নভেম্বর শাহিন মল্লিকের সহায়তায় আরজিনা বেগম তাঁর স্বামী জামিল শেখ ও মেয়ে নুসরাত জাহানকে হত্যা করেন। এ ঘটনায় জামিলের ভাই শেখ শামীম হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় আরজিনা বেগম ও শাহিন মল্লিককে আসামি করা হয়। ২০২৩ সালের ১৯ জুন অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালত আসামিদের মৃত্যুদণ্ড দেন। শাহিন মল্লিক গ্রেপ্তার হয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন। গত ৬ আগস্ট কাশিমপুর কারাগারে বিশৃঙ্খলার সুযোগে তিনি পালিয়ে যান।</span></span></span></span></p> <p> </p>