<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলতি বছরের ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের ছবি ও ভিডিও বড় পর্দায় প্রদর্শন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এই প্রদর্শনী করা হয়। আজ বুধবার এবং আগামীকাল সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল মঙ্গলবার টিএসসির পায়রা চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রেজওয়ান আহমেদ রিফাত সাংবাদিকদের এ তথ্য জানান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেজওয়ান আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ১৫ থেকে ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার ভিডিও চিত্র, স্থিরচিত্র, সিসিটিভি ফুটেজ, আহতদের বয়ান ও চাক্ষুষ সাক্ষীর মাধ্যমে হামলাকারী, পরিকল্পনাকারী, হুকুমদাতা ও মদদদাতাদের চিহ্নিত করব। এ লক্ষ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত টিএসসির পায়রা চত্বরে বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শনী। ক্যাম্পেইনটি তিন দিন চলমান থাকবে। এই প্রদর্শনীর মাধ্যমে হামলাকারীর বিরুদ্ধে সাক্ষীও পেয়ে যাব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিএসসির পায়রা চত্বরে আমরা একটি বুথ স্থাপন করব। সেখানে কোনো হামলাকারীর বিরুদ্ধে ভিডিও চিত্র, স্থিরচিত্র, চাক্ষুষ সাক্ষী ও অন্য কোনো প্রমাণ থাকলে সেই তথ্য-প্রমাণগুলো আমরা সংগ্রহ করব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি আরো বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাঘব বোয়ালদের ছেড়ে ছোট পদধারীদের ধরা হচ্ছে। শুধু পদ থাকলেই তার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। এটি আমরা চাই না। আমরা চাই সুস্পষ্ট আইনের মাধ্যমে বিচার হোক।</span></span></span></span></span></p>