<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজের আয়োজন করা হয়। ময়মনসিংহের ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের উন্নতমানের বীজ উপহার দিয়েছে সংগঠনটি। প্রতিনিধিদের পাঠানো খবর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="কুইজ" height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/17-10-2024/mk/kk-NEW-2-2024-10-18-16a.jpg" style="float:left" width="300" />পিরোজপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে কুইজের আয়োজন করা হয়। গতকাল বুধবার পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে এই কুইজ অনুষ্ঠিত হয়। এতে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান অতিথি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের নিয়ে কুইজ আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বেশি বেশি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে শিক্ষার্থীদের জ্ঞান ও মেধার বিকাশ ঘটবে। আশা করি, বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতে স্কুল ও কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করবে। এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রতিযোগিতামূলক লেখাপড়ায় মনোযোগী হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা উদীচীর সভাপতি খালিদ আবুর সভাপতিত্বে এবং কালের কণ্ঠ প্রতিনিধি শিরিনা আফরোজের সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ। উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি মশিউর রহমান রাহাত, সাংবাদিক গোলাম মোস্তফা, বসুন্ধরা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক শেখ ইরানী প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফুলপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (ময়মনসিংহ) : ফুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭১ জন কৃষকের মধ্যে সরিষার বীজ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল বুধবার উপজেলা পরিষদের হলরুমে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও সাদিয়া ইসলাম সীমা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান অতিথি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘ একটি বৃহত্তম স্বেচ্ছাসেবী সংগঠন। আমি এই সংগঠনের মানবিক কাজের প্রশংসা করছি। উন্নত সরিষার বীজ পেয়ে কৃষকরা অনেক উপকৃত হবেন। আমি যোগদানের পর এ সংগঠনের সঙ্গে প্রথম এই মানবিক কাজে অংশ নিই। সংগঠনকে ধন্যবাদ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা কৃষিবিদ কামরুল হাসান কামু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা শুভসংঘের উন্নত এই বীজে ক্ষতিগ্রস্ত কৃষকরা অনেক উপকৃত হবেন। এ সংগঠন শুধু ফুলপুর নয়, সারা দেশে বেশ পরিচিত। শুধু মানবিক কাজ করে সংগঠনটি বৃহত্তম সংগঠন হিসেবে পরিচিতি লাভ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক আহাম্মেদ, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, খলিলুর রহমান, মোস্তফা খান, বসুন্ধরা শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না প্রমুখ।</span></span></span></span></p>