<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরার চিহ্নিত দুষ্কৃতকারী ঠোঁটকাটা আলতাফ বস্তিতে বেপরোয়া হয়ে উঠেছিলেন। মাদক সাম্রাজ্য, জুয়াসহ নানা অপরাধের সাম্রাজ্য গড়ে তুললেও কেউ বিরোধিতা করার সাহস পেত না। নিজের নিরাপত্তার জন্য সব সময় দুটি শেফার্ড কুকুর সঙ্গে রাখতেন। কারো প্রতি বিরাগভাজন হলে কুকুর দিয়ে ভয় দেখাতেন আলতাফ। সেই অলতাফ গত মঙ্গলবার মধ্যরাতে ১৩ সহযোগীসহ গ্রেপ্তার হয়েছেন যৌথ বাহিনীর হাতে। তাঁর দুটি কুকুরও জব্দ করে যৌথ বাহিনী। পরে আলতাফকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা যায়, আলতাফের দুটি শেফার্ড কুকুর আটকের পর র‌্যাবকে দেওয়া হয়েছে। র‌্যাবের ডগ স্কোয়াড ইউনিটের সদস্যরা দেখভাল করছে কুকুর দুটির। যৌথ বাহিনীর এক কর্মকর্তা গতকাল কালের কণ্ঠকে বলেন, মানুষকে ভয় দেখানোর জন্য আলতাফ দুটি শেফার্ড কুকুর সঙ্গে রাখতেন। আলতাফকে গত মঙ্গলবার মধ্যরাতে উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তি থেকে  গ্রেপ্তার করা হয়। এরপর তিন নারীসহ তাঁর আরো ১৩ সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। গ্রেপ্তার আলতাফের সহযোগীরা হলেন সোহাগ, শামীম. মো. নবী, মো. সুলতান, সোহেল, আশিক, সুমন, শাহীন, শরীফুল, সাগরসহ তিন নারী। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলতাফের বিরুদ্ধে গত ৫ আগস্ট উত্তরা পূর্ব থানা থেকে অস্ত্র লুটের অভিযোগ রয়েছে। তিনি উত্তরা পূর্ব থানা শ্রমিক লীগের সহসভাপতি।</span></span></span></span></p> <p> </p>