<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী ৮ নভেম্বর বিকেলে বড় ধরনের শোভাযাত্রা করবে বিএনপি। শোভাযাত্রায় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও জেলা ছাড়াও ঢাকা বিভাগের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৭ নভেম্বরের কর্মসূচি : ৬ নভেম্বর ঢাকায় আলোচনাসভা, ৭ নভেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও জিয়ারত এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিএনপির সহযোগী সংগঠনগুলো আলাদাভাবে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি নেবে বলে জানান মহাসচিব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৮ নভেম্বর বিকেল ৩টায় রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করব। ৭ নভেম্বর বৃহস্পতিবার বলে রাস্তাঘাটে যানজট যাতে না হয় সে জন্য ৮ নভেম্বর শোভাযাত্রা করছি। এ ছাড়া সব বিভাগীয় শহরে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনাসভা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যৌথ সভায় অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রীতা, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাহউদ্দিন টুকু, মীর শরাফত আলী সপু, নিপুণ রায় চৌধুরী, মহিলা দলের আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, যুবদলের এম মোনায়েম মুন্না প্রমুখ।</span></span></span></span></p>