<p>জামালপুর পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানুর কথার বাইরে গেলে তাঁর মেয়র বাহিনীর সদস্যদের হাতে নির্যাতনের শিকার হতো নিরীহ মানুষ। জমি দখল, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলেন তিনি। শেখ হাসিনা চলে যাওয়ার খবর শুনেই মেয়র ছানুও পালিয়ে গেছেন। এখন তাঁর অপকর্মের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে লোকজন।</p> <p><strong>উত্থানের পর ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন</strong></p> <p>ছানোয়ার হোসেন ছানুর বাড়ি জেলা শহরের পাথালিয়া এলাকায়‌। ছানু জামালপুরে আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হন। গড়ে তোলেন নিজস্ব বাহিনী।</p> <p><strong>নির্যাতনের ধরন ছিল অমানবিক</strong></p> <p>২০২৩ সালের ২৯ মার্চ ছানুর জমি দখলের বর্ণনা দিয়ে ফেসবুকে লাইভ করেন জামালপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবাহনী। ওই দিন সন্ধ্যায় ছানু বাহিনীর সদস্যরা নূর হোসেন আবাহনীকে তুলে নিয়ে মেয়রের বাড়িতেই মারধর করেন। দ্বিতীয় দফায় ছানুর ইটভাটায় নিয়ে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতন করে দুই পা ভেঙে দেওয়া হয়। এক পর্যায়ে তাঁর মাথা ন্যাড়া করে ভ্রু কেটে দেওয়া হয়। পরে জামালপুর সদর থানায় ডিজিটাল আইনে মামলা দায়ের করে নূর হোসেন আবাহনীকে পুলিশের কাছে তুলে দেন তিনি। কয়েকজন গণমাধ্যমকর্মী সেই সংবাদ সংগ্রহ করতে হাসপাতালে গেলে সাংবাদিকদের কটূক্তি করেন তিনি।</p> <p>নির্যাতনের শিকার নূর হোসেন আবাহনী কালের কণ্ঠকে বলেন, ‘সে সময় রমজান মাস ছিল। আমি ইফতারে শুধু একটু পানি খেয়েছিলাম। তারপর আমাকে তুলে নিয়ে চরমভাবে নির্যাতন করেছে। শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার জন্য গলায় ছুরি লাগানো হয়েছিল। এমন সময় কারো একটি ফোন আসায় আমাকে আর হত্যা করেনি। নির্যাতনের পর আমার নামে মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়। সেই মামলায় এখনো আমি আদালতে হাজিরা দিয়ে যাচ্ছি।’</p> <p>এ  ছাড়া শিক্ষার্থী মাহিন পাথালিয়া এলাকায় খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ একটি পোস্টার লাগিয়েছিলেন। তাঁর জন্য মাহিনকে ডেকে নিয়ে মারধর করা হয়।</p> <p>জমি দখল ও নামমাত্র মূল্যে কেনা জামালপুর শহরে ছানু কমপক্ষে ২০টি জায়গায় জমি দখল ও নামমাত্র মূল্যে জমি কিনেছেন বলে অভিযোগ উঠেছে। জামালপুর শহরের কম্বপুর মোড় থেকে ঝিনাই ব্রিজ পর্যন্ত রেললাইনের দুই পাশে প্রায় ১০ বিঘা জমি দখল করেছেন। এ ছাড়া উপজেলার শরীফপুর এলাকার শতাব্দী তেলের পাম্প, ছনকান্দায় ইটভাটা, কাচারিপাড়া এলাকায় এম এ রশিদ হাসপাতালের সামনে জমি, মির্জা আজম চত্বরের পাশে নামমাত্র মূল্যে জোরপূর্বক জমি কিনেছেন।</p> <p><strong>টেন্ডারবাজির সিন্ডিকেট</strong></p> <p>ছানু নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলে পৌরসভার কাজ বাগিয়ে নিতে ১৫টি ঠিকাদারি লাইসেন্স নবায়ন করেন। লাইসেন্স নবায়ন থেকে বঞ্চিত করেছেন ৩৯৫টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। পৌরসভার কোটি কোটি টাকার উন্নয়নকাজ বাগিয়ে নিতেই নিজস্ব সিন্ডিকেট গড়ে তুলে মাত্র ১৫টি ঠিকাদারি লাইসেন্স নবায়ন করেন।</p> <p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্ধ করতে ছানুর নেতৃত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোডাউন করেন। এক পর্যায়ে হামলা করা হয় আন্দোলনকারীদের ওপর।</p> <p> </p>