<p>আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব শিক্ষার্থী সড়কে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, তাঁদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলছে। গতকাল শুক্রবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ কথা জানান। জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।</p> <p>আসিফ মাহমুদ বলেন, জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষে নতুন কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যাঁরা ৫ আগস্টের পর দেশের আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিলেন, সরকারের সব কার্যক্রমে তাঁদের যুক্ত করা আমাদের অন্যতম উদ্দেশ্য। এর অংশ হিসেবে ট্রাফিক কার্যক্রমে যুক্ত ছিলেন এমন শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে যুব উন্নয়ন অধিদপ্তর। এই প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সহায়ক পুলিশ হিসেবে নিয়োগের কার্যক্রম চলছে।</p> <p>৯ লাখ যুবকের প্রশিক্ষণ কার্যক্রম আসছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বিশ্বব্যাংক এতে সহযোগিতা করবে। এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।’</p> <p> </p>