<p>কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এর মধ্যে প্রতি সপ্তাহে ২০০ পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে। ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শিরোনামে আজ শনিবার থেকে এই কর্মসূচি শুরু হবে।</p> <p>কর্মসূচিটির সার্বিক বিষয়ে গতকাল শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম এ কথা জানান।</p> <p>সারজিস বলেন, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ধাপে সপ্তাহে ২০০ জনকে সহায়তা পৌঁছে দেওয়া হবে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। আপাতত ঢাকা থেকে এই কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে আট বিভাগেই শহীদদের পরিবারকে সহযোগিতার কাজ করা হবে।</p> <p>তিনি বলেন, সহায়তার ক্ষেত্রে বড় ফান্ডগুলো চেকের মাধ্যমে ও ছোটগুলো বিকাশে দেওয়া হবে।</p> <p> </p>