<p>নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাসায় আগুনের ঘটনায় দগ্ধ মোসাম্মৎ শেলির (৩৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে এ ঘটনায় তাঁর স্বামী ও তিন সন্তানের মৃত্যু হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে মোসাম্মৎ শেলির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে পোড়া পরিবারটির সব সদস্যই আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় পরিবারটির চারজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মোসাম্মৎ শেলির স্বামী মোহাম্মদ বাবুল (৪০), দুই ছেলে মোহাম্মদ ইসমাইল (১১) ও মো. সোহেল (২০) এবং মেয়ে মোসাম্মৎ তাসলিমা (৯)। দগ্ধ ছয় সদস্যের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন মোসাম্মৎ শেলির বড় ছেলে মো. সোহেলের অন্তঃসত্ত্বা স্ত্রী মোসাম্মৎ মুন্নি (১৮)। গত ২৫ অক্টোবর রাতে ডরগাঁও গ্রামের একটি টিনশেড বাসায় কয়েল জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে আগুন লেগে পরিবারটির ছয় সদস্য দগ্ধ হন।</p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p> <p> </p>