<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসক রংপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান রাজিবুল ইসলাম বলেছেন, ‘শহীদ আবু সাঈদের বুক গুলিতে ঝাঁঝরা ছিল। আমাকে ঢাকা থেকে হুমকি দেওয়া হয়েছিল যে তুমি সরকারি চাকরি করে কিভাবে সরকারের বিপক্ষে এই প্রতিবেদন দেবে? প্রতিবেদন ফাইনালি জমা দিতে যাওয়ার আগে ছয়বার আমাকে প্রতিবেদন পরিবর্তন করতে হয়েছিল। তার পরও উনাদের মনের মতো হয় নাই প্রতিবেদন।’<br /> গত বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মাহফুজুর রহমানের অপসারণ ইস্যুতে চলমান বিক্ষোভের সময় ফরেনসিক প্রতিবেদন টেম্পারিংয়ের বিষয়ে সাংবাদিকদের রাজিবুল ইসলাম এসব কথা বলেন। গতকাল ডা. রাজিবুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ফরেনসিক প্রতিবেদন নিয়ে অনেক জটিলতায় পড়তে হয়েছে।’</p> <p> </p> <p> </p>