<p>দিনাজপুরের বোচাগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল শুক্রবার মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে শুভসংঘ শেরপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনাসভা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—</p> <p><img alt="বোচাগঞ্জে শিক্ষা উপকরণ পেল মাদরাসা শিক্ষার্থীরা" height="55" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/19-10-2024/Rif/19-10-2024-p4-4.jpg" style="float:left" width="300" />বোচাগঞ্জ (দিনাজপুর) : মাদরাসা শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে এসব শিক্ষা উপকরণ দেয় বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখা। গতকাল সকালে দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর এলাকার খাদিজাতুল কুবরা (রা.) মহিলা মাদরাসার ৩০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার বন্ধুরা।</p> <p>বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাশরিফ হাসান রুমন বলেন, উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে মাদক প্রতিরোধের সচেতনতামূলক সভা, সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক সেমিনার করার উদ্যোগ নেওয়া হয়েছে।</p> <p>বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আজাদ আলী জাপান বলেন, ‘লেখাপড়ায় উৎসাহ জোগাতে আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এর আগেও বেশ কিছু স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করেছি। এ ছাড়া আমাদের উপজেলায় করোনার সময় অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ, শীতের সময় শীতবস্ত্র বিতরণ, তালবীজ বপন, বৃক্ষরোপণ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা, কৃষকদের মাঝে শাক-সবজি, বীজ বিতরণসহ সমাজে অনেক ভালো কাজগুলো করা হয়েছে। মানুষের এসব উপকার করতে পেরে আমরা শুভসংঘের বন্ধুরা আনন্দিত।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোচাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইতেহাদ আজাদ দিহান প্রমুখ।</p> <p>শেরপুর : শেরপুর শহরের রাজাবাড়ী এলাকায় ডায়নামিক আইটি ইনস্টিটিউট মিলনায়তনে গতকাল এই আলোচনাসভা হয়। সভায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মো. আব্দুস সাত্তার রনি। অনুষ্ঠানে যুবদের প্রতি দক্ষতা উন্নয়নে উদ্দীপনামূলক বক্তব্য দেন শুভসংঘের যুগ্ম সম্পাদক, আইটি উদ্যোক্তা ও ওয়েবডেভেলপার মাওলানা মিনহাজ উদ্দিন। তিনি যুবদের চাকরির আশায় বসে না থেকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণ করে সফল উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখন আয় বুঝে ব্যয় নয়, ব্যয় বুঝে আয় করার মানসিকতা তৈরি কতে হবে। আইসিটিতে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, গ্রাফিক্স, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ডাটা এন্ট্রি অপারেটরের মতো অনেক সম্ভাবনাময় আইসিটি খাত রয়েছে, যেখান থেকে সহজেই আত্মকর্মসংস্থান করে যুবরা নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন। তা ছাড়া এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও আনা সম্ভব। এ জন্য তিনি যুবদের সব ধরনের জড়তা পরিহার করে লেখাপড়ার পাশাপাশি এখন থেকে আইসিটিতে দক্ষতা অর্জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করার প্রতি যুবদের আহ্বান জানান।</p> <p>অনুষ্ঠানে কালের কণ্ঠ’র শেরপুর জেলা প্রতিনিধি হাকিম বাবুল ও নিউজটোয়েন্টিফোর চ্যানেলের শেরপুর প্রতিনিধি জোবায়দুল ইসলাম বক্তব্য দেন। তাঁরা যুবদের প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, জীবনে চলার পথে দক্ষতা অর্জন খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে প্রতিনিয়ত নিজেকে সময়ের সঙ্গে খাপ-খাইয়ে নেওয়ার জন্য হলেও এটা করতে হবে। নতুবা পিছিয়ে পড়তে হবে। তাঁরা শুভকাজে সবার পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন যুবক-যুবতী অংশ নেন।</p> <p> </p>