<p>ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘ইসলামের অনেক বড় জ্ঞানীরা ব্যবসায়ে জড়িত ছিলেন। হযরত আবদুর রহমান ইবনে আউফ মদিনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তাঁদের দেখানো পথে আলেমরা এগিয়ে এলে, তাঁরা পরনির্ভরশীলতা থেকে মুক্তি পাবেন। তাই ইমামদের ইমামতির পাশাপাশি আত্মনির্ভরশীল হতে হবে।’ </p> <p>গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে ২০২৪-২৫ অর্থবছরে নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের ১১৬১তম দলে প্রশিক্ষণার্থী ইমামদের সঙ্গে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।</p> <p>চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক বোরহান উদ্দীন মো. আবু আহসান উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে বিভিন্ন আলেম-ওলামা ও প্রশিক্ষণার্থী ইমামরা উপস্থিত ছিলেন।</p> <p>ধর্ম উপদেষ্টা বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকে ইমামদের বিশুদ্ধ কোরআন তেলাওয়াত, কোরআন তাফসির, হাদিস, আকায়েদ, ফতোয়া, ইসলাম উত্তরাধিকার আইন ইত্যাদি বিষয়ে শিক্ষা দিয়ে আসছে। ইমামদের আত্মনির্ভরশীল হয়ে ব্যবসায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করার জন্য বিভিন্ন প্রকল্প রয়েছে। ব্যবসার জন্য আর্থিক সহায়তা লাগলে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করা হবে। এখানে কোনো সুদ নেই, শুধু কিস্তির আকারে ধাপে ধাপে পরিশোধ করতে হয়। তবে এ ঋণের শর্ত প্রশিক্ষিত ইমাম হতে হবে। প্রশিক্ষিত না হলে তাঁকে ঋণ দেওয়া হবে না।’</p> <p> </p>