<p>দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে কোনো দল বা গোষ্ঠীর হয়ে ভূমিকা না নিয়ে জনস্বার্থে ভূমিকা নিতে হবে। সরকারের অন্তরের কথা জনগণ শুনতে চায়। এখনো নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে না কেন? এটি তো আপনাদের অন্যতম দায়িত্ব। দ্রুত নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে।’ গতকাল শুক্রবার রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। সিপিবির আহ্বানে দেশব্যাপী ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা’ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির পল্টন থানা কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী। সমাবেশে আরো বক্তব্য দেন পার্টির ঢাকা মহানগর নেতা ত্রিদিব সাহা, মুর্শিকুল ইসলাম শিমুল, সেকান্দার হায়াত ও হযরত আলী। সমাবেশে রুহিন হোসেন আরো বলেন, এখন সংস্কারের গল্প শোনানো হচ্ছে; অথচ গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃশ্যমান কোনো ভূমিকা নেওয়া হচ্ছে না।</p> <p> </p> <p> </p>