<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংখ্যালঘু ঐক্যজোট আয়োজিত গণসমাবেশে বক্তারা বলেছেন, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গেলেও অতীতের কোনো সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপও লক্ষ্য করা যাচ্ছে না। তাই সংখ্যালঘুদের সামনে বৃহত্তর আন্দোলনের বিকল্প নেই। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু ঐক্যজোটের পক্ষ থেকে আয়োজিত ওই গণসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নির্মল রোজারিও। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ (চিন্ময় প্রভু) ১৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হয়েছে। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের নামেও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওই সব মামলা প্রত্যাহার করা না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের আট দফা বাস্তবায়নে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র ব্রহ্মচারী বলেন, সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে। সরকারের প্রতিশ্রুতির পরও আতঙ্ক কাটেনি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোনার বাংলাদেশে আমরা ভালো নেই। আমরা চেয়েছিলাম অধিকার, হয়ে গেল এজাহার।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, জনসংখ্যার আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নসহ আট দফা দাবিতে আয়োজিত সমাবেশে এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান নেতারা।</span></span></p> <p style="text-align:left"> </p>