<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকা থেকে ছয় জেলে নদীতে পড়ে যান। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম আব্দুল হাকিম (১৮)। তাঁকে উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি রয়াল ইমেজ থেকে এমভি মিজান নামের একটি লাইটার জাহাজ ৫০০ টন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ এমভি এরা স্টার ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হয়। এ সময় বন্দরের উদ্ধারকারী জাহাজ সারথি সেটিকে উদ্ধার করে। তবে নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা ছয় জেলে ছিটকে পড়েন। তাঁদের পাঁচজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ থাকেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, দুর্ঘটনাস্থল থেকে নিখোঁজ জেলে আব্দুল হাকিম খুলনা জেলার দাকোপ থানার রুয়োকাটা গ্রামের বাসিন্দা।</span></span></p>