<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় আটকে পড়া প্রবাসীদের ধাপে ধাপে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় আজ (রবিবার) রাতে ষষ্ঠ ধাপে আরো ৭০ প্রবাসী দেশে ফিরছে। গত শুক্রবার রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার রাত ১১টায় এসব প্রবাসী দুবাই হয়ে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এসব বাংলাদেশিকে শনিবার স্থানীয় সময় রাত ১টায় সিআইটি স্কুলের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত মোট ২৬৮ জন প্রবাসীকে সম্পূর্ণ সরকারি খরচে লেবানন থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এর মধ্যে গত ৩১ অক্টোবর ৫২ জন, ২৯ অক্টোবর ৩৬ জন, ২৮ অক্টোবর ৩০ জন, ২৩ অক্টোবর দুই ফ্লাইটে ৯৬ জন এবং ২১ অক্টোবর প্রথম দফায় ৫৪ জনকে ফিরিয়ে আনা হয়েছে। </span></span></span></span></span></p>