<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাভারে ব্যবসায়ী আরশাদুজ্জামানকে (৪৪) কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। গতকাল শনিবার সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জশীম উদ্দিন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার ব্যক্তিরা হলো পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মাদারবাড়িয়া গ্রামের মো. ইমন (১৬), ভোলা জেলার সদর থানার লালমোহন গ্রামের রাকিবুল হাসান রাকিব (২০) ও কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সহিনহাটি গ্রামের আলী হোসেন (১৯)। তারা সবাই সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলখোশাবাগ, বনপুকুর ও আশপাশের এলাকায় ভাড়া থেকে পেশাদার ছিনতাইকারীচক্রের সদস্য হিসেবে কাজ করার অভিযোগ রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জশীম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের শিকার সবজি ব্যবসায়ী আরশাদুজ্জামান গত ২৯ নভেম্বর ভোররাতে রংপুর থেকে সাভার এলে ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ছিনতাইকারীরা ব্যবসায়ী আরশাদুজ্জামানকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ৭০০ টাকা এবং একটি বাটন মোবাইল ছিনিয়ে নেয়। তাঁকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। </span></span></span></span></span></p>