<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংবিধানকে সমসাময়িক করতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সংবিধান সংস্কার কমিশনকে পরামর্শ দিয়েছেন বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও প্রবীণ রাজনীতিক ড. কামাল হোসেন। সংবিধান সংস্কার কমিশনের কমিশনপ্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা শনিবার কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। সংবিধান সংস্কার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদের দেওয়া বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। রাজধানীর মতিঝিলে প্রবীণ আইনজীবী কামাল হোসেনের চেম্বারে গিয়ে সৌজন্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সাক্ষাৎ করেন কমিশনের সদস্যরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌজন্য সাক্ষাৎ করে কমিশনের সদস্যরা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।</span></span></span></span></span></p>