<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলার আসামি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। লিটন সাহা সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে নারায়ণগঞ্জে পরিচিত। ২০২২ সালের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে সমালোচিত হয়েছিলেন তিনি। গ্রেপ্তারের বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ওই হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</span></span></span></span></span></p>