<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাসচালক আলমগীর হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন রিমান্ড শেষে আবদুস শহীদকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৯ অক্টোবর আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরের দিন ৩০ অক্টোবর তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট রাইদা বাসের চালক আলমগীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। পরে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। পরের দিন ৬ আগস্ট নোয়াখালী নিজের বাড়িতে তাঁকে দাফন করা হয়।</span></span></span></span></p> <p> </p>