<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৪ নভেম্বর। ২০১৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও স্মরণসভা, এতিমখানা-মাদরাসায় খাবার ও বস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে যশোর জেলা ও স্থানীয় বিএনপি।</span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে ছাত্র ইউনিয়নের প্রার্থী হিসেবে যশোর এমএম কলেজ ছাত্রসংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তরিকুল ইসলাম। ১৯৬৩ সালে সর্বক্ষেত্রে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার আন্দোলনে তিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন। ১৯৭০ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগদান করেন তিনি। সেখানে থেকে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল এবং পরে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন তিনি।</span></span></p>