<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অতীতের মাইনাস-টু ফর্মুলা ব্যর্থ হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এখন বিরাজনৈতিকীকরণের যে প্রক্রিয়া চলছে, তা-ও ব্যর্থ হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল রবিবার জাপার বনানী কার্যালয়ে দলটির অতিরিক্ত মহাসচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুজিবুল হক চুন্নু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে, যা কোনোভাবে কাম্য নয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে বিরাজনৈতিকীকরণের প্রক্রিয়া চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। সেদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাজধানীর বিজয়নগরে জাপার কেন্দ্রীয় অফিসে গত শুক্রবার ভাঙচুর-অগ্নিসংযোগ ও পরের দিন শনিবার খুলনা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের নিন্দা জানান চুন্নু। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।  সভায় অতিরিক্ত মহাসচিবদের মধ্যে উপস্থিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছিলেন মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, মো. জহিরুল ইসলাম জহির, মোহাম্মদ আতিকুর রহমান আতিক প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>