<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলার আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শহিদুল আলমের বিরুদ্ধে করা মামলা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। সঙ্গে ছিলেন জাহেদ ইকবাল, আব্দুল্লাহ আলম নোমান ও ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদ উদ্দিন খান ও মো. আনিছুর রহমান খান। পরে আইনজীবী সারা হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহিদুল আলমের বিরুদ্ধে ২০১৮ সালে তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়। একই বছরের অক্টোবর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন হয়। নতুন আইনে বলা হয়, আগের আইনের ৫৭ ধারার যে মামলাগুলোর তদন্ত শেষ হয়নি, সেই মামলাগুলো আর চলবে না। যেহেতু শহিদুল আলমের বিরুদ্ধে মামলাটি তখন পর্যন্ত তদন্তনাধীন ছিল, তাই এ মামলা আর চলতে পারে না। আদালত শুনানি শেষে রুল ও স্থগিতাদেশ দিয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মামলাটি বাতিল চেয়ে গত আগস্টে আবেদন করা হয়েছিল। শুনানির পর আদালত মামলাটি বাতিল প্রশ্নে রুল জারি করেছেন এবং রুল নিষ্পত্তি পর্যন্ত মামলাটির কার্যক্রম স্থগিত করেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>