<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন দ্বীপ লিজ দিচ্ছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন উদ্ভট কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সরকার সেন্টমার্টিন ও পর্যটনশিল্পকে একসঙ্গে রক্ষা করতে চায়। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে; এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টির কোনো অবকাশ নেই।  গতকাল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ব ওয়ান হেলথ ডে-২০২৪</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উদযাপন উপলক্ষে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, বন্যপ্রাণী নিজেদের অধিকার নিয়ে কথা বলতে বা লড়াই করতে পারে না। তাই তাদের অধিকার ও প্রকৃতির অধিকার রক্ষার দায়িত্ব আমাদের। প্রকৃতি ও বন্যপ্রাণীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানই বিভিন্ন সংক্রামক রোগ হতে মুক্ত রাখতে পারে। সংক্রামক রোগ রোধে প্রকৃতি, প্রাণিজগৎ ও পরিবেশের সুরক্ষায় নজর দেওয়ার আহবান জানান তিনি।</span></span></span></span></span></p>