<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তরা পূর্ব থানার হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার রাত ১২টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন উত্তরা পূর্ব থানার ওসি মো. মহিববুল্লাহ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে জানা গেছে। আসামিকে জামিনে মুক্তি দিলে আইন-শৃঙ্খলার অবনতি, মামলার তদন্তে ব্যাঘাতসহ আসামির দেশত্যাগের আশঙ্কা রয়েছে। আসামি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর হস্তে দমনের জন্য ক্ষমতাচ্যুত সরকারের নেতাকর্মীদের উসকানি দিয়েছেন। তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>