<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্লাস্টিক ও পলিথিন বন্ধে শিশুদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুশিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />গাইবান্ধা : </span></span></strong><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিথিন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ও প্লাস্টিক পচনশীল নয়, তাই পরিবেশ ও  মানুষের জীবনে এর বিরূপ প্রভাব পড়ে। আবাদি জমিতে পলিথিন জমলে ক্ষতিগ্রস্ত হয় কৃষি ক্ষেত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফতেউল্লাহপুর প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বসুন্ধরা শুভসংঘের আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষক, অভিভাবক ও শুভসংঘের কর্মীরা। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে তাদের মতো করে গল্পের ছলে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করার কারণ বুঝিয়ে বলেন তাঁরা। শিশুরাও তাদের চোখে দেখা অভিজ্ঞতা তুলে ধরে। সভায় গোবিন্দগঞ্জ উপজেলা বসুন্ধরা শুভসংঘের সভাপতি তনু রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ারা বেগম, সুমনা বিল্লাহ, মৃত্যুঞ্জয় সরকার, শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমদ বিপ্লব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হিলি (দিনাজপুর) : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিনাজপুরের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুশিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু ও স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার করেছে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখা। গতকাল কালুপুকুর শিশু শিক্ষাকেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. তুরাগ খানের সভাপতিত্বে বক্তব্য দেন কালুপুকুর শিশু শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক রবিন হাঁসদা। এ সময় বসুন্ধরা শুভসংঘ ঘোড়াঘাট উপজেলা শাখার সহসভাপতি মো. আফ্রিদি কবির রাকা, সাধারণ সম্পাদক মো. কাওছার হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন সরেন প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p>