<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামী বছরের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে (পামবাগান) কর্মী নেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। সে কারণে চলতি বছরের ৩১ ডিসেম্বর কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন কার্যক্রম বন্ধ করবে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ১৫ জানুয়ারি থেকে বহির্গমন ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেবে। গতকাল সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিকে (বায়রা) পাঠানো এক চিঠিতে এ তথ্য জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব গাজী মো. শাহেদ আনোয়ার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় প্লান্টেশন সেক্টরে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু হয়েছে। মালয়েশিয়া সরকার প্লান্টেশন সেক্টরের জন্য নির্বাচিত বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশের সর্বশেষ সময়সীমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়ন শেষ হবে। একই সঙ্গে মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) বহির্গমন ছাড়পত্র দেওয়া ২০২৫ সালের ১৫ জানুয়ারি বন্ধ করে দেবে। চিঠিতে আরো বলা হয়, এই সেক্টরে কর্মী পাঠানোর জন্য রিক্রুটিং এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকার অতিরিক্ত অর্থ নিতে পারবে না। রিক্রুটিং এজেন্সিগুলোকে  সব লেনদেন উপযুক্ত লিখিত দলিল রশিদ বা ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করতে হবে। অনুমোদিত রিক্রুটিং এজেন্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মীদের লেনদেন না করার বিষয়টি নিশ্চিত করতে হবে। নির্ধারিত তারিখের আগে রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা, ভিসা, বিএমইটির ছাড়পত্র, বিমান টিকিট ও প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশনসহ সব প্রস্তুতি নিশ্চিত করতে হবে।এর আগে গত ১৭ সেপ্টেম্বর মালয়েশিয়ার প্লান্টেশন সেক্টরে (পামবাগান) কর্মী নেওয়ার কথা জানায় মালয়েশিয়া সরকার। সে সময় মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়া সরকার নতুন করে তাদের প্লান্টেশন সেক্টরে (পামবাগান) বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে দেশটি তার সিজনাল ভিসা পুনরায় চালু করল।</span></span></span></span></span></p>