<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সমাবেশ করেন।  সমাবেশে শিক্ষার্থীরা সাত কলেজকে ঢাবির জন্য এক বিষফোঁড়া উল্লেখ করে আগামী শিক্ষাবর্ষ থেকে এর অধিভুক্ত বাতিল চান। এ সময় তাঁরা আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খায়রুল আহসান মারজান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা এখানে বিক্ষুব্ধ মন নিয়ে হাজির হয়েছি। এই অধিভুক্তির শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর বিরোধিতা করে আসছেন।</span></span></span></span></span></p>