<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী শিক্ষার্থী-চিকিৎসকদের আন্দোলনের মুখে রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. মো. মাহফুজার রহমানকে অবশেষে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন করে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজ্ঞাপনে ডা. মো. মাহফুজার রহমানের স্থলে নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম। তিনি এর আগে দিনাজপুর মেডিক্যাল কলেজের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি-পদায়ন করা এসব কর্মকর্তা ১০ নভেম্বরের মধ্যে বদলি বা পদায়ন করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় তাঁরা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে আওয়ামী লীগপন্থী অধ্যক্ষ মো. মাহফুজার রহমানের অপসারণের দাবিতে সপ্তম দিনের মতো গতকাল সকালে কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় আন্দোলন করছেন বৈষম্যবিরোধী চিকিৎসক, ছাত্র ও কর্মচারীরা। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ড্যাব সভাপতি অধ্যাপক ডাক্তার মাহমুদুল হক সরকার, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক সচিব শরিফুল ইসলাম মণ্ডল, ডা. মোখলেসুর রহমান সরকার, ডা. নিখিলেন্দু গুহ রায়সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।</span></span></span></span></span></p>