<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় আট কোটি টাকার ভারতীয় চোরাপণ্য জব্দ করা হয়েছে। গত সোমবার রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গোয়াইনঘাট সীমান্তবর্তী রাধানগর এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি বলছে, এটি এযাবৎকালের সবচেয়ে বড় চোরাচালান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুর রহমানসহ বিজিবি ও পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স এই অভিযানে অংশ নেয়। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি সূত্রে জানা গেছে, ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে সোমবার রাত ১০টা থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত রাধানগর এলাকায় দীর্ঘ অভিযান চালানো হয়। এগুলোর বাজারমূল্য আনুমানিক আট কোটি দুই লাখ ৩২ হাজার টাকা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জব্দ পণ্যের মধ্যে রয়েছে দুই হাজার ৯০৭টি শাড়ি, এক হাজার ১৬২টি কাশ্মীরি শাল, ৪১৩টি থ্রিপিস, ১২ হাজার ৪৩৫ মিটার থান কাপড়, এক হাজার ১৬০ মিটার ব্লেজার থান, এক হাজার ৫৫৬ মিটার মখমলের থান, ৪৪ হাজার ৭২২ পিস বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম, এক হাজার ৬৬৯টি পন্ডস ফেসওয়াশ, ৬১২টি  জনসন বেবি লোশন, দুই লাখ ৬২ হাজার ৯৯০টি চকোলেট, ১৩ হাজার ২৬০টি ই-ক্যাপ ট্যাবলেটসহ বিভিন্ন ভারতীয় পণ্য। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রমের ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পন্য জব্দ করা হয়। এসব পণ্যের বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ৬ জুন ভোরে সিলেট সদর উপজেলার উমাইরগাঁও বাদেশ্বর এলাকা থেকে এসএমপির জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৪ ট্রাক চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি টাকা বলে তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময় পর্যন্ত সেটিই ছিল সিলেটে চোরাচালানের সবচেয়ে বড় পণ্য আটকের ঘটনা।</span></span></span></span></p>