<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট গ্যাস ফিল্ড থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এ নিয়ে জাতীয় গ্রিডে প্রতিদিন সরবরাহ করা গ্যাসের পরিমাণ ১৩৭ মিলিয়ন ঘনফুটে দাঁড়াল। শিগগির আরো ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রস্তুতি চলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেট গ্যাস ফিল্ড সূত্রে জানা গেছে, ১০ নম্বর কূপের পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজ শেষ হলেই জাতীয় গ্রিডে এই কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। জাতীয় গ্রিডে সিলেট থেকে প্রতিদিন ১২৯ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। গত সোমবার পরীক্ষামূলকভাবে আরো আট মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এতে করে বর্তমানে জাতীয় গ্রিডে যাচ্ছে ১৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস। ১০ নম্বর কূপ থেকে সরবরাহ শুরু হলে এটি ১৫০ মিলিয়ন ঘনফুটের কাছাকাছি পৌঁছবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব তথ্য কালের কণ্ঠকে নিশ্চিত করেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোমবার সন্ধ্যা থেকে প্রতিদিন আট মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এটি অব্যাহত আছে। এ নিয়ে সিলেট থেকে প্রতিদিন ১৩৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্যাস সরবরাহ আরো বাড়বে জানিয়ে এই কর্মকর্তা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের ১০ নম্বর কূপে পাইপলাইন বসানোর কাজ চলছে। এই কাজ সম্পন্ন হয়ে গেলে প্রতিদিন আরো ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>