<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের পরিবার। গতকাল মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপদেষ্টা নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সাক্ষাতে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরা শহীদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ আবু সাঈদ ফাউন্ডেশন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী ও আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p> </p>