<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ষাটের দশকের কবি হোসেনে আরা হোসেন (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। তিনি অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদের মা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত ৩০ সেপ্টেম্বর কবি হোসনে আরা হোসেনকে অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর ধরে নিউরো, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সর্বশেষ গত ১৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বামী এ বি এম মকবুল হোসেন, দুই ছেলে সুমন মাহমুদ ও আরিফ হোসেন টিপু এবং এক মেয়ে ফরিদা কানিজকে রেখে গেছেন তিনি।</span></span></span></span></span></p>