<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিন কমবেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে। আজ বুধবার দেশের আট বিভাগে বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির প্রভাবে কমতে পারে রাত ও দিনের তাপামাত্রা। অন্যদিকে ভোরের সময় দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়াবিদরা বলছেন, মূলত দেশে শীতের আমেজ চলছে। হয়তো আমরা সেটা অনুভব করতে পারছি না। শীতের আবহাওয়ার কারণে দিন ছোট হয়ে এসেছে, দ্রুত সন্ধ্যা নামছে। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত কখনো বৃষ্টি, আবার কখনো মেঘলা আকাশ থাকতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ (বুধবার) দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগামীকাল বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ছাড়া শুক্রবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলেন, ভোরের দিকে বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে এরই মধ্যে শীতের আমেজ চলে এসেছে। দিনের বেলা তাপ একটু বেশি থাকলেও রাতে তেমন গরম নেই। আপাতত কয়েক দিন আবহাওয়া এমনই থাকবে। এখনই ধারাবাহিকভাবে তাপমাত্রা কমে আসবে এমন নয়। তবে ১৫ নভেম্বরের পর থেকে তাপমাত্রা হয়তো উল্লেখযোগ্য হারে কমতে পারে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে মাইজদীকোর্টে, পাঁচ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফ, কুতুবদিয়া, সীতাকুণ্ড ও ফেনীতে, ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৮ ডিগ্রি সেলসিয়াস।</span></span></span></span></span></p>