<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকার দেশের ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব নিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার ইকোনমিক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রিপোর্টার্স ফোরাম আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন যে সরকার দায়িত্ব পেয়েছে, সেটা কোনো নির্বাচনের মাধ্যমে আসা সরকার নয়। আমরা বেশিদিন থাকব না। কিছু সংস্কার করে দিয়ে যেতে চাই। সেই পদচিহ্ন ধরে পরবর্তী সরকার ঠিকভাবে অর্থনীতি পরিচালনা করতে পারবে। পরবর্তী সরকার এসে যদি আবার সব আইন বাতিল করে দেয় তাহলে আবার হবে না। আমরা একটি ভাঙাচোরা অর্থনীতির দায়িত্ব পেয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এটা সংস্কার করা এত সোজা নয়, অনেক কঠিন। এর পরও অল্প সমরে মধ্যে যতটুকু সম্ভব আমরা করে যেতে চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, এখন অর্থনৈতিক সেক্টরে অনেক ভালো ভালো নিউজ হচ্ছে, যার উদাহরণ আগে ছিল খুবই কম।  মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস নগদের উদ্দেশে গভর্নর বলেন, বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার মতো পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিকাশের মতো নগদেও বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>