<p>বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতিসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে তাঁর অনুসারীদের পক্ষ থেকে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘দাওয়াত ও তাবলিগের উলামায়ে কেরাম ও সাধারণ সাথিবৃন্দ’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দাবিগুলো হলো—বিশ্ব ইজতেমায় তাবলিগ জামাতের বিশ্ব আমির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিত করা; গত সাত বছরের বৈষম্য দূর করে ইজতেমার প্রথম পর্ব নিজামুদ্দীন মারকাজের অনুসারী মূলধারার তাবলিগি সাথিদের বুঝিয়ে দেওয়া; কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের বৈষম্য দূর করে তাবলিগের মূলধারার সাথিদের বুঝিয়ে দেওয়া; ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমা ময়দানে মূলধারার দুজন সাথিকে হত্যা ও পরবর্তী সময়ে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা নিউ মার্কেটে তিনজন সাথিকে হত্যা ও চার শতাধিক সাথিকে মারাত্মক আহত করার দায়ে জুবায়েরপন্থীদের নামে করা মামলার দ্রুত নিষ্পত্তি করা।</p> <p>লিখিত বক্তব্যে কাকরাইলের খতিব আজিম উদ্দিন বলেন, দাওয়াতে তাবলিগ বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ সংগঠন। বিশ্ব ইজতেমা প্রায় ৫৭ বছর ধরে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠিত হয়ে আসছে। আসন্ন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে একটি চিহ্নিত মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। গত ৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের আয়োজিত প্রগ্রাম থেকে অসংখ্য অসত্য ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাহাস করার চ্যালেঞ্জ দিয়ে কাকরাইল মসজিদের খতিব বলেন, তাবলিগ জামাতের বিশ্ব আমির সাদ কান্ধলভী ও নিজামুদ্দীন মারকাজের অনুসারী তাবলিগ জামাত সম্পর্কে যে অসত্য ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা নিয়ে সাতটি শর্তের ভিত্তিতে ওপেন চ্যালেঞ্জের প্রস্তাব দিচ্ছি। এগুলো হলো—১. দারুল উলুম দেওবন্দের মাওলানা আরশাদ মাদানী ও পাকিস্তানের শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীসহ ভারত ও পাকিস্তানের শীর্ষ আলেমরা বিচারক হিসেবে উপস্থিত থাকবেন; ২. সরকারের উপদেষ্টা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন; ৩. গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন এবং এটি রেকর্ড ও সরাসরি সম্প্রচার করা হবে; ৪. সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা সীমাবদ্ধ রাখতে হবে; ৫. উভয় পক্ষের নির্দিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন; ৬. বিতর্কটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং ৭. বিচারকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।</p> <p> </p>