<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গ্রেপ্তার সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন প্রথমবারের মতো ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর আংশিক জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য জানিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৯টায় চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বুলেটগ্রুভ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের খাসকামরায় নেওয়া হয়। সেখানে আদালত তাঁর আংশিক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন বিষয়ে তিনি জবানবন্দি দিয়েছেন সেটা নিয়ে কেউ মুখ খোলেনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ৩ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক (আইজিপি) ছিলেন মামুন। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তাঁকে আইজিপি নিয়োগ করা হয়েছিল। এর আগে তিনি র‌্যাবের মহাপরিচালক ও সিআইডির প্রধান ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শাজাহান খান কারাগারে : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় মাদরাসার শিক্ষার্থী সৈয়দ মুনতাসির রহমান হালিম হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত এ আদেশ দেন।</span></span></span></span></span></p>