<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামে রেবেকা সুলতানা মনি হত্যা মামলায় মো. নেজাম উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড এবং আবদুল হালিম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরার আদালত এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, বায়েজিদ বোস্তামী থানা এলাকায় রেবেকা নামের এক নারীকে শ্বাস রোধ করে হত্যার মামলায় মো. নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং মো. আবদুল হালিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবু সিদ্দিক রুবেলকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় নেজাম আদালতে উপস্থিত ছিলেন। আবদুল হালিম পলাতক রয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>