<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় অস্থায়ী মঞ্চে আলোচনাসভা শেষে শোভাযাত্রা বের করা হয়। সভায় বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নজরুল ইসলাম আজাদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির দুঃসময়ে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান দলকে আগলে রেখেছেন। ১৭ বছর পালিয়ে থেকে যারা দলের সুসময়ে মাথা উঁচু করে দাড়াতে চায়, তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান অতিথির বক্তব্যে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোনারগাঁর মাটি ও মানুষের নেতা আজহারুল ইসলাম মান্নান। তারেক রহমানের অত্যন্ত প্রিয় তিনি। আপনারা সোনারগাঁর নেতাকর্মীরা আগামী নির্বাচনে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোচনা শেষে মোগরাপাড়া চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ প্রদক্ষিণ করে সভামঞ্চে গিয়ে শেষ হয়।</span></span></span></span></p>