<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তাঁর ঘোষণার মাধ্যমেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিলেন। তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মহানায়ক। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন তাঁরাও আমাদের বীর সন্তান, যাঁরা আহত হয়েছেন তাঁরাও আমাদের বীর সন্তান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজশাহী মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা দল অয়োজিত কর্মসূচি পালিত হয় নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে। এ সময় জাতীয় পতাকা, দলীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন করা হয়, কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা দল রাজশাহী জেলার আহ্বায়ক নজরুল ইসলাম খোকা, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী প্রমুখ।</span></span></span></span></p>